![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F15%2Fchina-mars-lander.jpg%3Fitok%3D6TrHqlwQ)
এবার মঙ্গলের বুকে নামল চীনের রোভার ‘জুরং’
এনটিভি
প্রকাশিত: ১৫ মে ২০২১, ০৮:২৫
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোযান (রোভার) ‘পারসিভিয়ারেন্স’ এরই মধ্যে মঙ্গল গ্রহের লালমাটিতে নানা কীর্তি গড়েছে। এবার মঙ্গলে হাজিল হলো তার এক দোসর। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আজ শনিবার মঙ্গলের মাটি স্পর্শ করেছে চীনা নভোযান ‘তিয়ানওয়েন-১’-এর অংশ ‘জুরং’ নামের রোভার। গত ফেব্রুয়ারি থেকে মঙ্গলের কক্ষপথে ঘুরছে এই মহাকাশযান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।