![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-82627554,imgsize-133347/pic.jpg)
ভিটামিন খাচ্ছে বাঘ-সিংহ, ইমিউনিটি বাড়াতে চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা
কেবল মানুষ নয়, করোনা থেকে বাঁচতে এবার ওষুধ খাচ্ছে বাঘ-সিংহরাও। চিকিৎসকদের নির্দেশ মেনে দু’বেলাই ভিটামিন ওষুধ খাচ্ছে আলিপুরের রয়্যাল বেঙ্গল টাইগাররা (Royal Bengal Tiger)। মাল্টি ভিটামিন, জিঙ্ক, মিনারেল দেওয়া হচ্ছে সিংহ, হাতি, জিরাফদেরও। করোনা আবহে পশুদের মধ্যে যাতে কোনওভাবেই সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য এই বিশেষ ব্যবস্থা। মাংসাশী পশুদের মেনুতে রাখা হচ্ছে আয়রন ও মিনরেল যুক্ত 'হেলদি ফুড'। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) পশুদের।