You have reached your daily news limit

Please log in to continue


করোনায় দেশবাসীর যন্ত্রণায় কাঁদছে মোদীর মন

করোনার দ্বিতীয় ঝড়ে দিশেহারা গোটা দেশ। রোজই স্বজন হারানোর কান্না শুনছে দেশ। এই যন্ত্রণা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার একটি অনুষ্ঠানে মোদী বলেন, 'করোনাভাইরাসের জন্য আমরা বহু মানুষকে হারাচ্ছি। যে যন্ত্রণার মুখোমুখি হচ্ছেন নাগরিকরা, সেই একই যন্ত্রণা আমিও অনুভব করছি'।


অন্যদিকে, দেশে ওষুধ নিয়ে যে কালোবাজারির অভিযোগ উঠছে, সে নিয়েও এদিন সরব হয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, 'এই দুর্দিনে যারা কালোবাজারি করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক রাজ্য।' অন্যদিকে, দেশজুড়ে ভ্যাকসিনেরও আকাল পড়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, 'করোনাভাইরাসের থেকে বাঁচতে ভরসা ভ্যাকসিন। গুরুতর সংক্রমণ থেকে এটা আমাদের রক্ষা করবে। ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো সুরক্ষাবিধি মানতে হবে।' এদিন ফের সকল দেশবাসীকে টিকা নেওয়ার আর্জি জানিয়েছেন মোদী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন