দাম ৯৯৫ টাকা, ভারতে চলে এল স্পুটনিক-ভি, দেশে উৎপাদন শুরু হলেই কমবে দাম
প্রায় হাজার টাকা খরচ করে কিনতে হবে রাশিয়ার টিকা। কেন্দ্র জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে পাওয়ার সম্ভাবনা রয়েছে স্পুটনিক ভি-র। ভারতে এই টিকা উৎপাদনের বরাত পাওয়া সংস্থাটি শুক্রবার জানিয়েছে, আপাতত রাশিয়া থেকে আমদানি করা টিকার দাম ৯৯৫টাকা ৪০ পয়সা ধার্য করা হয়েছে। পরে ভারতে এই টিকার উৎপাদন শুরু হলে দাম কমতেও পারে।
ভারতে তৈরি অন্য দুই করোনার টিকা কোভিশিল্ড এবং কোভ্যক্সিন ছাড়া এই মুহূর্তে দেশের বাজারে বিক্রির ছাড়পত্র দেওয়া হয়েছে রাশিয়ার তৈরি এই টিকাকেই। করোনা প্রতিরোধে ৯১. ৬ শতাংশ কার্যকারিতাসম্পন্ন এই টিকা স্পুটনিক-ভি-এর দাম কোভিশিল্ডের থেকে বেশি হলেও কোভ্যাক্সিনের তূলনায় কমই থাকছে। যদিও ভারতে এই টিকার উৎপাদনের বরাত পাওয়া বেসরকারি সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ জানিয়েছে, ভারতে টিকাটির উৎপাদন শুরু হলে স্পুটনিক-ভি এর দাম কিছুটা কমতে পারে।