কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিডিও স্টোরি: একতারা কিংবা ম্যান্ডলিন, ১৫টি লোকজ বাদ্যযন্ত্রে দক্ষ খুলনার বিপুল

যমুনা টিভি প্রকাশিত: ১৪ মে ২০২১, ১১:৩৬

একতারা, দোতারা -তো আছেই, সাথে আছে ম্যান্ডলিন, খমক, সারিন্দা, বাঁশিসহ ১৫টি লোকজ বাদ্য যন্ত্র বাজানোর দখ্যতা। বলছি, খুলনার বটিয়াঘাটার যুবক বিপুল শীলের কথা। তাঁর বাদ্যযন্ত্রের মূচ্ছর্নায় মুখরিত থাকে গোটা এলাকা। বাদ্যযন্ত্রের সাথে চলে গানও। আকাশ ও পশ্চিমা সংস্কৃতির ভিড়ে সুরের মূল শিকড় লোকজ যন্ত্রকে আঁকড়ে ধরে রাখতে চান তিনি।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে