![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/mal-ger-278675.jpg)
জার্মানিতে নেয়া হলো হামলায় আহত নাসিদকে
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। গত সপ্তাহের ওই হামলায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।
গত ৬ মে রাজধানী মালেতে নিজের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মোহাম্মদ নাসিদকে লক্ষ্য করে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়। দীর্ঘ ১৬ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার ফুসফুস, পেট ও লিভার থেকে ধাতব বস্তু বের করা হয়। এরপর থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল তাকে নেয়া হয় জার্মানিতে।