অভিনব অবসাদ, অলিম্পিক্স সোনা জিতেই বন্দুক শিকেয় তুলে মনোবিদের দ্বারস্থ বিন্দ্রা
অলিম্পিক্সে সোনা জিতে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন অভিনব বিন্দ্রা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনা জেতেন এই ভারতীয় শুটার। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে একক বিভাগে সোনা জিতেছিলেন তিনি। তবে অবসাদ অভিনবকে খেলা ছাড়ার কথাও ভাবতে বাধ্য করেছিল।
অভিনবের জীবনে লক্ষ্য ছিল অলিম্পিক্সে সোনা জেতা। তিনি বলেন, “আমার ক্রীড়া জীবন বেশ লম্বা বলেই মনে হয়। সেখানে ওঠা নামা ছিলই। মানসিক অবসাদ যখন আমাকে গ্রাস করছিল, তখনই সাফল্য আসে। সেই সাফল্যের সঙ্গে লড়াই করাই সব চেয়ে কঠিন ছিল আমার জন্য। বেজিংয়ে জীবনের সব চেয়ে বড় জয়টা পেয়েছিলাম। ১৬ বছর অনুশীলন করে গিয়েছি। অলিম্পিক্সে সোনা জয় আমার লক্ষ্য ছিল।”
- ট্যাগ:
- খেলা
- অলিম্পিক
- মনোবিদ
- স্বর্ণজয়ী
- অভিনব বিন্দ্রা