কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কী হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে?

বাংলা ট্রিবিউন সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশিত: ১৪ মে ২০২১, ১০:৪৬

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। নামে উদ্যান হলেও এটি মূলত বাঙালি জাতির একটি ঐতিহাসিক নিদর্শন সংবলিত স্থান। বৈশিষ্ট্যের মিল থাকলেও দেশের অন্য কোনও উদ্যানের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস ও ঐতিহ্যের কোনও মিল নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এই উদ্যান থেকে। আবার ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পরাজিত পাকিস্তানি বাহিনী একাত্তরের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল এই উদ্যানে।


জাতির জনক পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে স্বাধীন বাংলাদেশে প্রথম জনসভাটিও করেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এখানেই শেষ নয়, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের পাশে থেকে যুদ্ধ শেষে ভারতীয় মিত্রবাহিনীকে  ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই উদ্যানে। এসব কারণেই উদ্যানটি দেশের জন্য একটি ঐতিহাসিক জায়গাও বটে— এমনটাই মনে করেন উদ্যানের সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও