রিয়ালে জিদানের দিন হয়তো শেষ, লা লিগা জিতলেও সরে যাবেন জিজু
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৪ মে ২০২১, ০৯:২৫
লা লিগায় গ্রানাডাকে ৪-১ ব্যবধানে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে জিনেদিন জিদানের দল। তবে লা লিগা জিতলেও জিদান হয়তো মাদ্রিদ ছাড়তে চলেছেন। নতুন কোচ কে হবেন, সেই আলোচনায় উঠে এসেছে মাদ্রিদের প্রাক্তন ফুটবলার রাউলের নাম।
৪৮ বছরের জিদান ৪ মরসুম প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন রিয়ালে। ২ বার লা লিগা এবং ৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এ বারেও লিগ জেতার সুযোগ রয়েছে রিয়ালের। সাফল্য পেলেও মাদ্রিদে আর থাকতে চান না জিদান। শোনা যাচ্ছে ২৩ মে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ঘরের মাঠে লিগের শেষ ম্যাচ খেলার পর সরে যাবেন তিনি। রিয়াল ছেড়ে জুভেন্তাস পাড়ি দিতে পারেন জিদান। ফ্রান্সের জাতীয় দলের প্রশিক্ষক হিসেবেও তাঁকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।