![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2021%2F05%2F13%2F0134f2cdde784c913ac2d704525ffdc9-609d3dd1cf91e.jpg%3Fjadewits_media_id%3D726889)
ঈদের দিন বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৩ মে ২০২১, ২২:২৯
ঈদুল ফিতরের দিন শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট পালন করবেন পরিবহন শ্রমিকরা। আন্তজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।