![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F13%2Fdead-bodies-found-in-unnao.jpg%3Fitok%3DFmipAYjg)
উত্তর প্রদেশে বালুর নিচ থেকে বহু মৃতদেহ উদ্ধার
মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ভারত। সম্প্রতি দেশটির বিহার ও উত্তর প্রদেশে গঙ্গা-যমুনা নদীতে প্রচুর মৃতদেহ ভেসে আসার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, করোনায় মৃতদের দেহ ভাসানো হয়েছে গঙ্গায়। এবার সেই গঙ্গার ধারেই উত্তর প্রদেশের উন্নাওতে দেখা গেল অনেকগুলো মরদেহ বালুর নিচে পুঁতে দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের দুই জায়গায় এরকম পোঁতা অবস্থায় প্রচুর মরদেহ উদ্ধার করা হয়েছে।