শূন্য তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী অর্ধশতাধিক!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মে ২০২১, ১৩:৩৪
জাতীয় সংসদের শূন্য তিন আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাবেন তিনজন। কিন্তু দলটি থেকে মনোনয়ন চাইছেন অর্ধশতাধিক প্রার্থী। সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্যদের মৃত্যুর কারণে আসন তিনটি শূন্য ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলোর নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে এসব আসনে মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। সব দলেরই কমবেশি প্রার্থী রয়েছে মাঠে। তবে চোখে পড়ার মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের দৌড়ঝাঁপ। কেন্দ্রীয়, মহানগর, জেলা-উপজেলা এবং সহযোগী সংগঠনের কেউই বাদ যাচ্ছেন না মনোনয়ন চাওয়ার দৌড়ে। এমনকি এই দৌড়ে শামিল হয়েছেন ব্যবসায়ী, পেশাজীবীসহ জীবনে রাজনীতি করেননি এমন লোকও। অবস্থাদৃষ্টে মনে হয়, সবাই নৌকায় উঠতে চান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে