![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fvery_big_1%2Fpublic%2Ffeature%2Fimages%2Ffootpath_eid_shopping.jpg%3Fitok%3D57XlO0j4)
শেষ মুহূর্তে জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার
ডেইলি স্টার
প্রকাশিত: ১৩ মে ২০২১, ১৩:৩৪
প্রতি বছরের মতো এবারও ঈদের আগে জমে উঠেছে রাজধানীর ফুটপাতের ঈদ বাজার। তবে এ বছর বাজার জমজমাট হওয়া শুরু হয়েছে অনেকে দেরিতে। করোনার কারণে কেউ বেতন-বোনাস পেয়েছেন দেরিতে অথবা ধার করে করছেন কেনাকাটা।
গতকাল বুধবার রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকার ফুটপাতের ঈদ বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।