![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-31-20210513121354.jpg)
'পাগল মন'খ্যাত দিলরুবা খানের নতুন গান আসছে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মে ২০২১, ১২:১৩
‘পাগল মন, মনরে মন কেন এতো কথা বলে’ ৯০ দশকে এই গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী দিলরুবা খান। আজও মানুষের মুখে মুখে ফেরে এ গান। নতুন প্রজন্মের শিল্পীরা রিমিক্স করে গেয়ে জনপ্রিয়তা পাচ্ছেন।
দিলরুবা খানের নতুন খবর হলো, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আবারও গান নিয়ে আসছেন নন্দিত এই সংগীতশিল্পী। এ গানের শিরোনাম ‘সুখের পালে হাওয়া’।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন গান
- সঙ্গীত তারকা
- দিলরুবা খান