পাটুরিয়ায় যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই

জাগো নিউজ ২৪ পাটুরিয়া ফেরিঘাট প্রকাশিত: ১৩ মে ২০২১, ১১:২২

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে কর্মস্থল ত্যাগ করছেন মানুষ। বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে যাত্রীর চাপ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। তবে ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারছেন তারা। স্বস্তিতে পার হতে পেরে খুশি ঘরমুখো মানুষ।


সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলার অভ্যন্তরীণ গণপরিবহন, ট্রাক, সিএনজি, রিকশা ও ভ্যানে চেপে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছেন শতশত মানুষ। তবে ঘাটে এসে তাদের খুব একটা অপেক্ষায় থাকতে হচ্ছে না। ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারছেন। তবে ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই ছিলে যাত্রীদের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না। স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে প্রশাসনের কিংবা ফেরি কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও