![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsuicide-20210513092513.jpg)
কার্টুন দেখা নিয়ে মায়ের ওপর অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইলে কার্টুন দেখা নিয়ে মায়ের ওপর অভিমান করে সুমাইয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী শেখ বাহারের মেয়ে। সে মুছাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।