নারী-পুরুষ না, মানুষ হিসেবে বাঁচতে চায় ওরা
পুরুষালি শরীরে রঙিন শাড়ি। মুখে সস্তার মেকআপ। তাও ঢেকে আছে মাস্কে। যাত্রীবাহি বাসে অথবা সিগন্যালে তাঁদের প্রায়ই দেখা যায় হাত পাততে। কখনও আবার তারা বাড়ি বাড়ি উপস্থিত হন সদলবলে। টাকার বিনিময়ে আশীর্বাদ করেন নবদম্পতি কিংবা নবজাতকে। তাই সমাজের কাছে ওরা অচ্ছুত, অপাংক্তেয়।
ওঁরা তৃতীয় লিঙ্গের মানুষ। যারা মননে নারী কিংবা পুরুষ, অথচ নারীও নন, পুরুষও নন। সমাজে যাদের পরিচিতি হিজড়া হিসেবে। সেই তৃতীয় লিঙ্গের মানুষদের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের নিয়ে বরিশার নগরীরর একটি আবাসিক হোটেলে মতবিনিময় সভা করা হয়।