![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F32459a1c-65ec-429c-a862-55cf33288080%252FMoner_Bax1.png%3Frect%3D6%252C0%252C1194%252C627%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
গাঁয়ের ঈদ
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২১, ০৮:০৯
গত বছর ঈদুল আজহায় গাঁয়ে যেতে পারিনি। সারা দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আমাদের মেসে একজনের করোনা শনাক্ত হয়েছিল। সে জন্য আমাদের সবাইকে গৃহবন্দী থাকতে হয়েছিল। তবে এবার মনস্থির করেছি, লকডাউন শিথিল হলে গ্রামের বাড়ি যাব। গত ঈদে কোনো মজা করতে পারিনি। ঈদের নামাজে মাঠে যাওয়ার সুযোগ ছিল না। সারা দিন বাসায় থেকে বিরক্ত হয়েছিলাম। মনের মধ্যে শুধু গ্রামের ঈদের ছবিগুলো ভেসে উঠছিল সেদিন। সেখানে ঈদে কত মজাই না হয়। আগের দিন সবাই মিলে ঈদের চাঁদ দেখা। খুব সকালে উঠে আতর–সুরমা পরে বাবার সঙ্গে নামাজ পড়তে যাওয়া। কত সেমাই, মিষ্টি-মন্ডা খাওয়া। বড়দের কাছ থেকে ঈদের সালামি নেওয়া। সেবার আমার ভাগ্যে এসব জোটেনি। তবে লকডাউন শিথিল হলে এবার আমি সুরক্ষা মেনে গ্রামে যাবই। ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নেব।