![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F12%2Fmoulvibazar_pic_2.jpg%3Fitok%3D4C9p59mt)
মৌলভীবাজারে চলন্ত অটোরিকশায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, চালক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তিন যুবক এক তরুণীকে যৌন হয়রানির পর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় এক তরুণী কমলগঞ্জের আদমপুর বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে নিজ বাড়ি হোমেরজান এলাকায় ফেরার জন্য অটোরিকশায় উঠেন। অটোরিকশায় ছিলেন চালক কাওছার এবং তাঁর সহযোগী জায়েদ ও জালাল হোসেন। ঘোড়ামারা এলাকায় আসার পর জায়েদ ও জালাল হোসেন চলন্ত অটোরিকশার ভেতরে তরুণীকে যৌন হয়রানি করতে শুরু করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে