![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/11/og/205935_bangladesh_pratidin_ery.jpg)
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দুর্ভোগ কমেছে ঘরমুখো মানুষের
অবশেষে মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সবধরনের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে পূর্বের ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট।
মঙ্গলবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে। ফলে দুর্ভোগ কমেছে এই নৌরুটের ঘরমুখো মানুষের। ফেরি গুলো চালু করে দেয়ায় ঘাটে যাত্রীদের আনাগোনা অব্যাহত থাকলেও যাত্রীদের আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না, ফলে কমেছে ভোগান্তি।