![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F4e8fe60a-8637-4849-9683-5d6c0b5c103f%252Fsylhet.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ভাই–বোনের
সিলেটের কানাইঘাটে মাঠে ট্রাক্টরে চড়তে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দীঘিরপার লন্তিরমাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম নাইম আহমদ (৮) ও মাইশা বেগম (৫)। তারা দীঘিরপার লন্তিরমাটি গ্রামের মাহাতাব উদ্দিনের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লন্তিরমাটি গ্রামে মাহাতাব উদ্দিনের জমিতে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করছিলেন চালক শরীফ উদ্দিন। এ সময় বাবার সঙ্গে জমিতে যায় নাইম ও মাইশা। একপর্যায়ে তারা দুজন ট্রাক্টরে চড়ার আবদার করে। এ সময় ট্রাক্টরের দুই পাশে বসে ভাইবোন।