![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/11/og/173657kalerkantho_jpg.jpg)
ভোলাহাটে হনুমানের হামলায় ৫ জন জখম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় হনুমানের হামলায় আহত ৫ জন আহত হয়েছে। গুরতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভারতীয় একটি হনুমান ভোলাহাটের মেডিক্যাল মোড়ে চলে আসে। এরপর বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে বজরাটেক এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে। উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় জমায় এবং ছবি তোলা, ভিডিও করা, বিভিন্ন প্রকার খাবার দিতে থাকে।