৬ ফুটের বেশি দূরত্বেও সংক্রমণ ছড়াতে পারে 'সার্স-কোভ-২' ভাইরাস, জানুন নয়া নির্দেশিকা...
এত দিন প্রচলিত ধারণা ছিল যে, ৬ ফুটের বেশি দূরত্বে সংক্রমণ ছড়াতে পারে না করোনাভাইরাস (Coronavirus)। এবার সেই ধারণাকে নস্যাৎ করে মার্কিন সংস্থা জানিয়েছে, কাছাকাছি সংক্রমিত ব্যক্তি থাকলে ৬ ফুটের বেশি দূরত্বে থেকেও করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হতে পারেন সুস্থ ব্যক্তি।
করোনা কী বাতাসে ছড়ায়? ব্যাপারটা মিথ, জানিয়েছিল WHO। কিন্তু ল্যানসেটের গবেষকরা এবার প্রমাণ করে দিলেন যে হাওয়ায় ছড়ায় Coronavirus। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটের বুলেটিনে প্রকাশ করা হয়েছে ওই তথ্য। গবেষকদের দাবি, কোভিড সৃষ্টিকারী ভাইরাস Sars-CoV-2 প্রধানত বায়ুতেই ছড়াচ্ছে। তাঁরা জানিয়েছেন, ড্রপলেটের মাধ্যমে করোনা (Coronavirus) ছড়ানোর প্রবণতা এখন প্রথম সারির দেশ গুলোয় নেই বললেই চলে। জানানো হয়েছে, ল্যানসেটের কাছে এর প্রমাণ রয়েছে। আর সেই কারণেই তাঁরা সচেতন করেছে বিশ্বকে। এখন কীভাবে নিজেকে করোনার হাত থেকে রক্ষা করা যায় তা বোঝা মুশকিল হয়ে পড়েছে।