![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fb4df99df-eb7a-4730-ab96-fbc4b7f46926%252Fprothomalo_bangla_2020_11_8108e20f_64fd_42b1_a276_58359ad1c918_coronavirus_2.png%3Frect%3D0%252C51%252C720%252C378%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে দেড় ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দেড় ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২০৫ জনের মৃত্যু হলো।
গতকাল মারা যাওয়া দুজন হলেন তালা উপজেলার বারুইপাড়া গ্রামের স্বপন পালিতের ছেলে নয়ন পালিত (২১) ও সদর উপজেলার খানপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪০)।