রঙ বদলে বিক্রি হচ্ছে মুরগির ছানা
হঠাৎ দেখলে মনে হবে, যেন নানান জাতের পাখির বাচ্চা। লাল, নীল, সবুজ, কোনোটা আবার হলুদ বর্ণের। রঙের ভিন্নতা থাকলেও সবগুলোর গলার আওয়াজ অভিন্ন। ভালো করে খেয়াল করলে বোঝা যায়, এগুলো পাখি না, মুরগির ছানা।
রাজধানীর বিভিন্ন স্থানে আকর্ষণীয় বর্ণিল মুরগির ছানা বিক্রি হচ্ছে। ঈদকে সামনে রেখে এক শ্রেণির ব্যবসায়ী ক্রেতাদের আকৃষ্ট করতে, বিশেষ করে শিশুদের নজরে আনতে মুরগির ছানাকে বিভিন্ন রঙ করে দোকানে দোকানে সরবরাহ করছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রঙ
- মুরগীর বাচ্চা