![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkuwait-airport-20210511115601.jpg)
বাংলাদেশের ফ্লাইটে এবার কুয়েতের নিষেধাজ্ঞা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ মে ২০২১, ১১:৫৬
বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী ফ্লাইটের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
নিষেধাজ্ঞার কবলে পড়া অন্য তিন দেশ হলো নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হলেও কুয়েতে কার্গো বিমান প্রবেশে কোনো বাধা থাকবে না।