করোনায় মানুষ স্বর্ণালঙ্কার কেনার চেয়ে বেচছে বেশি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ মে ২০২১, ১০:০০

বছরের সবচেয়ে বেশি স্বর্ণের অলঙ্কার বিক্রি হয় রোজার ঈদ, পূজা ও নতুন ধান ওঠার পর। এ কারণে ভালো ব্যবসার জন্য এই সময়ের অপেক্ষায় থাকেন অলঙ্কার ব্যবসায়ীরা। এবার নতুন ধান ওঠার পরপরই আসছে রোজার ঈদ। কিন্তু মহামারি করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে। ঈদকে সামনে রেখে মানুষ স্বর্ণালঙ্কার কেনার বদলে উল্টো বিক্রি করে দিচ্ছেন। এমনটিই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা।


তারা বলছেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে—ক্রেতা না থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পরও দেশের বাজারে বাড়ানো হচ্ছে না। ঈদ উপলক্ষে নানা ছাড় দিয়েও ক্রেতা পাওয়া যাচ্ছে না। স্বর্ণের অলঙ্কার বিক্রি আশঙ্কাজনকহারে কমে যাওয়ায় অনেকটাই আয়হীন হয়ে পড়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আবার বিক্রি না থাকায় স্বর্ণ শিল্পীরা কাটাচ্ছেন বেকার সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও