করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউয়ে দেশের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। আবারও অক্সিজেনের (Oxygen) অভাবে রোগী মৃত্যুর ঘটনা সামনে এল। অক্সিজেনের অভাবে সোমবার সন্ধ্যায় তিরুপতির SVRR সরকার জেনারেল হাসপাতালে ১১ জন রোগীর মৃত্যুর খবর মিলেছে। জানা যাচ্ছে, মাত্র কয়েক মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়। আর ওই কয়েক মিনিটেই এই মর্মান্তিক ঘটনা ঘটল। যদিও কতজনের প্রাণহানি হয়েছে, সে ব্যাপারে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্রের খবর, অক্সিজেন সরবরাহে দেরি হওয়ার জেরেই এমনটা ঘটেছে।
মৃত রোগীদের পরিজনদের দাবি, কমপক্ষে ২৫ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। সূত্রের খবর, ১০ হাজার লিটারের অক্সিজেন ট্যাঙ্ক খালি ছিল। ওই ট্যাঙ্কটি ভরা হচ্ছিল। এজন্য অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়। আর ওই সময়েই হাসপাতালে সংকটজনক রোগীদের অবস্থার অবনতি ঘটে।
You have reached your daily news limit
Please log in to continue
কয়েক মিনিট অক্সিজেন নেই, মৃত্যু ১১ Covid রোগীর
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন