![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/05/11/image-243593-1620701046.jpg)
দুই বছর আগে থেকেই বিচ্ছেদের চিন্তা করেছিলেন বিল ও মেলিন্ডা গেটস
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস এবং মেলিন্ডা গেটস দুই বছর আগে থেকে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছিলেন। রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাবেক এক কর্মকর্তা জানান, যৌন কাজে বাচ্চা ছেলে মেয়ে পাচারকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল বিল গেটসের। জেফরি এই অভিযোগে অভিযুক্ত। কিন্তু ২০১৯ সালে বিল গেটস তার সঙ্গে অনেক সময় কাটাতে শুরু করেন। এতে মেলিন্ডা গেটস উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিবাহ বিচ্ছেদ বিষয়ক আইনজীবীর সঙ্গেও সাক্ষাৎ করেন।