করোনা: কুমিল্লায় মৃত্যু বেড়েছে
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ৯মে পর্যন্ত মারা যান ৪০০জন রোগী। গত ৯ এপ্রিল পর্যন্ত মৃত রোগীর সংখ্যা ছিল ৩১৩। গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় করোনার শনাক্তের হার কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় ৯মে পর্যন্ত ৭০ হাজার ৬৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। ফল আসে ৭০ হাজার ২৫৮টি নমুনার। ফল প্রাপ্তির বিপরীতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩৭জন। আক্রান্তের হার ১৭.৪৭শতাংশ।