জাররাহ শরণার্থী শিবির থেকে লোকজন উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সুইজারল্যান্ড
অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির এবং অন্যান্য অংশ থেকে ইসরায়েল ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদের পরিকল্পনা নিয়ে যে কাজ করছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সুইজারল্যান্ড। ইসরায়েলের এই পদক্ষেপ নিন্দারযোগ্য বলেও উল্লেখ করেছে দেশটি।
সোমবার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে। তবে সব পক্ষকে এই স্পর্শকাতর' সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।