
আপত্তিকর টুইটের জন্য রিভিউ অপশন আনছে টুইটার
বণিক বার্তা
প্রকাশিত: ১০ মে ২০২১, ০৩:০২
যেকোনো পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ বা আক্রমণাত্মক টুইট করা বা রিপ্লাই দেয়া আমাদের নিত্যদিনের অভ্যাস। তবে এর চর্চা খুব ইতিবাচক নয়। আর তাই এরূপ টুইট করার পূর্বে রিভিউ অপশন আনছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বড় প্লাটফর্ম টুইটার। মূলত টুইটারকে সবার স্বাধীন ও শালীন মতো প্রকাশের মাধ্যম হিসেবে পরিচালিত করতেই এ উদ্যোগ। খবর দ্য গার্ডিয়ান।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ