You have reached your daily news limit

Please log in to continue


গুনাহ মাফের আশায় পবিত্র শবে কদরে রাত জেগে ইবাদত

গুনাহ মাফ ও অধিক সওয়াবের আশায় আজ রাত জেগে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে এবার বেশির ভাগ মানুষ বাসায় ইবাদত–বন্দেগিতে মশগুল আছেন।

শবে কদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয়। শবে কদরের রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা অবতীর্ণ হয়।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষায় শবে কদরের রাতে বিভিন্ন মসজিদে মহান আল্লাহর দরবারে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। যাঁরা বাসায় নফল ইবাদত করছেন, তাঁরাও করোনার সংক্রমণ থেকে রক্ষার জন্য দোয়া করছেন। দেশের অনেক মসজিদে রাতে তারাবিহর নামাজে পবিত্র কোরআন খতম দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন