দুর্ভিক্ষ আসন্ন!

নয়া দিগন্ত ড. নূর জাহান সরকার প্রকাশিত: ০৯ মে ২০২১, ২০:২৯

বিগত ৯ ও ১০ এপ্রিল বিভিন্ন টেলিভিশন ও পত্র-পত্রিকার খবরে জানা গেল, বাংলাদেশের কোনো কোনো এলাকায় মানুষ বাবুই পাখির ওপর চড়াও হয়েছে, বিশেষ করে শিশু বাবুইয়ের ওপর। তারা বাবুই পাখির বাসাগুলো বাঁশের আগায় মশাল জ্বালিয়ে তালগাছের পাতার সাথে যেখানে ঝুলে আছে সেখানটা পুড়িয়ে নামিয়ে এনে পানিতে ফেলে ফেলে পাখিগুলোকে মেরেছে; মেরেছে পুড়িয়ে পুড়িয়ে। এভাবে শত শত বাবুই শিশু হত্যা করেছে।


কী অপরাধ বাবুই শিশুর! ওরা নাকি তাদের ক্ষেতের ধান খেয়েছে, কী প্রমাণ আছে বাবুই শিশুরা ধান ক্ষেতের ধান খেয়েছে? কিংবা তাদের মা ধান এনে খাইয়েছে? একটি ধানও কি পাওয়া গেছে ওই সব শিশুর পাকস্থলীতে? কেউ কোনো দিন তা প্রমাণ করতে পারবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও