দূরপাল্লার যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন ভেঙে ভেঙে

প্রথম আলো নরসিংদী প্রকাশিত: ০৯ মে ২০২১, ১৭:১৩

মাদারীপুরের শিবচর থেকে ভোরের দিকে পাঁচ বছরের শিশুসন্তানকে নিয়ে নরসিংদীর শিবপুরের উদ্দেশে রওনা হন দোলন চন্দ। আজ রোববার বেলা পৌনে একটার দিকে তাঁর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় নরসিংদীর পাঁচদোনা মোড়ে। তিনি বলছিলেন, ‘ছুটির সময়টা বাবার বাড়িতে কাটাব বলে শিবচর থেকে কয়েক দফা ভেঙে ভেঙে যানবাহন পরিবর্তন করে এই পর্যন্ত এসেছি।’


কীভাবে এই পর্যন্ত আসলেন, জানতে চাইলে দোলন তাঁর যাত্রাপথের বর্ণনা দেন। তিনি বলেন, ‘শিবচর থেকে রওনা হয়েছি সেই ভোরবেলা। ফেরিঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। বাধ্য হয়ে ট্রলারে করে পদ্মা নদী পার হয়ে মাওয়া ঘাটে আসি। সেখান থেকে দুই দফা বাস পরিবর্তন করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আসি। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নারায়ণগঞ্জের গাউসিয়া, তারপর বাসে নরসিংদীর পাঁচদোনা মোড়। এখান থেকে অটোরিকশা রিজার্ভ করে শিবপুরের লাখপুরের বাপের বাড়িতে যাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও