কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিকা নিয়েও চিকিৎসকের মৃত্যু, দিল্লির হাসপাতালে এক মাসে করোনা আক্রান্ত ৮০ চিকিৎসা কর্মী

আনন্দবাজার (ভারত) নয়া দিল্লি প্রকাশিত: ০৯ মে ২০২১, ১৬:৫০

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চিকিৎসকের। দিল্লির এক সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই একই হাসপাতালে গত এক মাসের মধ্যে ৮০ জনের বেশি চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।


মৃত চিকিৎসক এ কে রাওয়াতের বয়স হয়েছিল ৫৮ বছর। করোনার টিকার দু’টি ডোজই নিয়েছিলেন তিনি। দিল্লির ওই হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার পি কে ভরদ্বাজ রবিবার চিকিৎসকের মৃত্যুর খবর দিয়ে বলেন, ‘‘রাওয়াত আমার জুনিয়র ছিলেন। শেষ পর্যন্ত ওঁর বিশ্বাস ছিল সুস্থ হয়ে উঠবেন। কিছুদিন আগেও বলেছিলেন,আমার তো কিছু হওয়ার কথা নয়, আমার প্রতিষেধক নেওয়া আছে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও