![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/09/og/161733_bangladesh_pratidin_electicity.jpg)
দিনাজপুরে বজ্রপাতে কিশোরীর মৃত্যু
বজ্রসহ বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দিনাজপুরের কাহারোলে মোছা. তারিন নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় মোছা. ঝিনুক (১২) নামে আরেক শিশু আহত হয়েছে।
তারিন (১৪) কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ চান্দুয়ারী গ্রামের মো. মোন্নাত আলীর মেয়ে এবং আহত আরেক শিশু মোছা. ঝিনুক (১২) একই এলাকার মৃত মো. মাসুদের মেয়ে। রবিবার সকাল ১০টায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ চান্দুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।