![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/09/153125Gazipur--09-05-2021.jpg)
গাজীপুরে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ সামগ্রী দিলেন যুবলীগ নেতা
গাজীপুরে তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। আজ রবিবার সকালে নগরীর চান্দনা চৌরাস্তায় এসব সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, চাল, ডাল, সেমাই, চিনি, গরম মসলা ইত্যাদি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কামরুল আহসান সরকার রাসেল বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় মাসব্যাপী কর্মহীন, অসহায়, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে রান্না করা খাবার, ইফতার, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হচ্ছে।