![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/May/09/1620552397267.jpg&width=600&height=315&top=271)
সরকার অসহায় মানুষের পাশে আছে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে করোনার সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। লকডাউনসহ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা ও ভিজিএফ চলমান রেখেছে। সরকার সর্বাবস্থায় অসহায় মানুষের পাশে আছে।
রোববার (৯ মে) দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টার চত্বরে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।