নভেল করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে শরীর খারাপের কথা জানিয়ে করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘শনিবার থেকে একটু অসুস্থ বোধ করায় আজ সকালে আমি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। তবে আমার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। এমনকী আমার শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শরীরে জ্বর বা অন্য কোনো সমস্য না থাকলেও মূলত স্বাস্থ্য নিরাপত্তার বিষয় চিন্তা করেই করোনা পরীক্ষা করিয়েছি। রিপোর্ট এখনও আসেনি। মাত্র সকালে নমুনা দিয়েছি।’