করোনা ভাইরাসের ভীতিকর ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশেও পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সম্প্রতি ভারতফেরত কয়েকজনের নমুনা পরীক্ষা করে ছয় জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে। ইতিমধ্যে প্রায় দুই ডজন দেশে করোনা ভাইরাসের এ ধরনটি পৌঁছে গেছে, তাতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। টিকা নেওয়ার পরেও টিকার সুরক্ষা দেয়াল ফাঁকি দিয়ে সংক্রমিত করতে পারে এই ভ্যারিয়েন্ট। নতুন এ ভ্যারিয়েন্ট এক সাথে অনেক মানুষকে সংক্রমিত করতে পারে।
এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, এর থেকে বাঁচার একমাত্র উপায় শতভাগ স্বাস্থ্যবিধি মানা। বিভিন্ন ধরনের গবেষণায়ও প্রমাণিত হয়েছে শুধুমাত্র সঠিকভাবে মাস্ক ব্যবহার করলেই শতভাগ নিরাপদ থাকা যায়।