 
                    
                    দুরন্ত টিভিতে ৫ দিনের ঈদ : হলিউডের ১০ সিনেমা
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০৯ মে ২০২১, ১৪:২০
                        
                    
                ঈদ মানেই খুশি। আর এই খুশির মাত্রাকে আরো একটু বাড়িয়ে দিতে দুরন্ত টেলিভিশনে থাকছে দর্শকদের জন্য নানান অনুষ্ঠান। এবার অন্যান্য বিশেষ অনুষ্ঠানের সাথে দুরন্ত টিভিতে প্রতিদিন তিনটি করে জনপ্রিয় শিশুতোষ সিনেমা বাংলায় ভাষান্তরিত করে প্রচারিত হবে।
নতুন সিনেমাগুলো প্রচার করা হবে ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন, বিকাল ৩টায় ও রাত ১০টায়।
 
                    
                 
                    
                