![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/08/tree-cut-down-eskaton-080521-04.jpg/ALTERNATES/w640/tree-cut-down-eskaton-080521-04.jpg)
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে ‘আদালত অবমননার’ অভিযোগ
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘সৌন্দর্য বাড়ানোর নামে’ গাছ কাটা বন্ধে সরকারকে উকিল নোটিস পাঠানোর পর এবার ‘আদালত অবমননার’ অভিযোগ করা হয়েছে হাই কোর্টে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন করেন।