রবীন্দ্রজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মোদী, মমতা, শাহ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে টুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভোটের আগে পশ্চিমবঙ্গে প্রচারে এসে একাধিক বার রবীন্দ্র কবিতার আশ্রয় নিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভোট মিটেছে, তবে ২৫ বৈশাখ ভোলেননি মোদী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘রবীন্দ্র জয়ন্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার প্রণাম। প্রার্থনা করি, তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে তাঁর আদর্শ আমাদের উৎসাহ ও শক্তি প্রদান করবে’। ইংরাজির পাশাপাশি বাংলাতেও এই পুরো বিষয়টি লিখেছেন মোদী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে