You have reached your daily news limit

Please log in to continue


সদ্য করোনামুক্ত? আগে টুথব্রাশ বদল করুন! এমনটাই বলছেন বিশেষজ্ঞরা

করোনার (coronavirus) প্রথম ঢেউ যা পারেনি, তাই হয়েছে দ্বিতীয় ঢেউয়ে (covid 19 second wave)। গত বছরের থেকে অনেক বেশি আক্রান্ত হচ্ছে এই বছরে। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। করোনা থেকে সেরে ওঠার পরও নানা সমস্যা দেখা দিচ্ছে রোগীদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, নভেল করোনাভাইরাসের কারণে ফুসফুস, হার্ট, মানসিক স্বাস্থ্যে বড়সড় প্রভাব পড়ছে। বাড়ছে দীর্ঘস্থায়ী ঝুঁকিও।

একাধিকবার চরিত্র পরিবর্তন করে আরও ভয়ঙ্কর হয়েছে করোনা। যাঁরা করোনা মুক্ত (coronavirus) হচ্ছেন তাঁরা ফের আক্রান্ত হচ্ছেন, এমন ঘটনাও ঘটেছে। তাই তাঁদেরও বিশেষ সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। করোনা থেকে সুস্থ হলে পরিবর্তন করুন নিজের ট্রুথব্রাশ (toothbrush)। এমনটাই বলছেন চিকিৎসকরা। তাঁদের মতে, কোনও রোগী করোনা থেকে মুক্ত হলেন, ব্রাশে এই মারণ রোগের (Covid-19) উপসর্গ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে পরিবার কিংবা অন্য কারোর ছড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের, আপনার চেনা জানা কেউ যদি কোভিড থেকে সুস্থ হন। তাহলে তাকে বলুন, দ্রুত নিজের ব্রাশ যেন পরিবর্তন করে। কারণ এর ফলে বাকিদেরও কোভিডে (Covid-19)সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো হয় যদি সে নিজের ব্রাশটি নষ্ট করে দেওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন