![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/05/09/image-243076-1620529927.jpg)
কানাডায় বিমানযাত্রীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে কোভিড
গত দেড় বছর ধরে কানাডা কোভিড নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে। ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি ‘জনসন অ্যান্ড জনসন’ ভ্যাকসিন নিষিদ্ধ করা হয়েছে, চলছে-লকডাউন, সান্ধ্য আইন, জরিমানা, চিকিৎসা সেবায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ ধরনের নানা পদক্ষেপ অব্যাহত রয়েছে। তারপরও বেড়েই চলছে করোনার প্রসার।
আবার করোনার নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ হচ্ছে, মাস্ক বিরোধী আন্দোলন হচ্ছে।