ভারত বিপর্যস্ত মোদীর কারণে, দাবি ল্যানসেটে
ভারতে করোনা-সর্বনাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে আগেই সরব হয়েছিল অস্ট্রেলিয়া, ফ্রান্স কিংবা আমেরিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এ বার হাত খুলল মেডিক্যাল জার্নাল 'দ্য ল্যানসেট'। সম্প্রতি প্রকাশিত তাদের ওই সম্পাদকীয় পড়ে ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, স্বাধীনতা-উত্তর পর্বে আন্তর্জাতিক মঞ্চে এ ভাবে আর কখনও অপদস্থ হয়নি ভারত। একেবারে প্রথম অনুচ্ছেদেই ল্যানসেট লিখল- 'ভয়ঙ্কর এই করোনা-আবহেও সংক্রমণ ঠেকানোর থেকে সমালোচনার টুইট মুছতে বেশি আগ্রহ দেখিয়েছে মোদী সরকার।' দেশবাসীর প্রতি কেন্দ্রের এই মনোভাব 'ক্ষমার অযোগ্য' বলেও মন্তব্য করেছে তারা। এই সঙ্কটমুক্তির উপায় তাহলে কী? ল্যানসেটের নিদান- 'মোদীর প্রশাসন নিজেদের এই ভুল স্বীকার করে তা শুধরে না-নিলে কিছু করার নেই।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে