পাকিস্তানে ১২ লাখ ডোজ টিকা পাঠাল কোভ্যাক্স
বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির আওতায় ১২ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে পাকিস্তান। আজ শনিবার পাকিস্তানে পৌঁছেছে এসব টিকা। পাকিস্তানে এটাই কোভ্যাক্সের প্রথম টিকার চালান।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিজ্ঞপ্তিতে কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম চালানে পাকিস্তানে ১২ লাখ ডোজ করোনার টিকা পাঠিয়েছে কোভ্যাক্স। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা।