You have reached your daily news limit

Please log in to continue


ভারতের কোভিড সংকটের ধাক্কায় মোদী ব্র্যান্ডের কতটা ক্ষতি হলো

"ভারতকে লকডাউন থেকে বের করে মোদী এক কোভিড কেয়ামতের দিকে নিয়ে গেলেন,"- ব্রিটেনের সানডে টাইমসের এক সাম্প্রতিক শিরোনাম এটি। একটি অস্ট্রেলিয়ান সংবাদপত্র এই একই খবর পুনঃপ্রকাশ করেছে সঙ্গে এক কঠোর সারমর্ম জুড়ে দিয়ে: "দম্ভ, উগ্র জাতীয়তাবাদ এবং আমলাতান্ত্রিক অদক্ষতা মিলে ভারতে তৈরি হয়েছে এমন এক বিরাট সংকট, যখন দেশটির নাগরিকদের সত্যি সত্যি দমবন্ধ হওয়ার উপক্রম, আর তার মধ্যেই প্রধানমন্ত্রী জনতার ভিড়ে আত্মপ্রসাদে মগ্ন।"

এসব খবর আর শিরোনাম অবশ্য ভারতে তিরস্কৃত হয়েছে। কিন্তু এটি অস্বীকার করার উপায় নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সযত্ন লালিত ভাবমূর্তিতে এটি বেশ বাজে আঘাত হেনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন