![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/May/08/1620482136764.jpg&width=600&height=315&top=271)
বেঁধে দেয়া সময়ের আগেই রাজশাহীর বাজারে আম
রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন, যেন পরিপক্ব আমই গাছ থেকে নামানো হয়। কিন্তু সময়ের আগেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ঝুড়ি সাজিয়ে পাকা আম বিক্রি করতে দেখা গেছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে’র আগে বাজারে কোন ধরনের পাকা আম পাড়া যাবে না।
শনিবার (০৮ মে) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক ব্যক্তিকে গোপালভোগ আম বিক্রি করতে দেখা যায়। দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। ব্যবসায়ীর দাবি, গাছে আম পেকে গেছে। তাই বাগান মালিকের কাছ থেকে তিনি কিনে এনেছেন। নগরীর ভদ্রা মোড়েও আরেক ব্যক্তিকে আম বিক্রি করতে দেখা যায়। এই বিক্রেতা বললেন, আম নামানোর সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। আম পেকে যাওয়ায় তিনি বাজারে এনেছেন।